আমি বদলাতে পারি, আমি উড়তে পারি
এডভোকেট মোহাম্মদ এনামুল হক সম্পাদক আদালত বার্তাঃ২৭ অক্টোবর ২০২৫।
পরিবর্তনের শুরু হয় ছোট একটা সিদ্ধান্ত থেকে। আজ তুমি যদি ঠিক করো, “আমি কাল থেকে একটু ভালো মানুষ হবো”, “আমি আমার রাগ নিয়ন্ত্রণ করবো”, বা “আমি আমার স্বপ্নের পথে আবার হাঁটবো”— তাহলে সেদিন থেকেই তুমি নতুন এক মানুষ হয়ে ওঠো। পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজেকে বিশ্বাস করা।
জীবন কখনোই সহজ হয় না, কিন্তু যারা নিজেদের বদলাতে জানে, তারাই একসময় সফলতার চূড়ায় পৌঁছে যায়। যে মানুষ নিজেকে বদলাতে পারে, সে নিজের ভাগ্যও বদলাতে পারে। মনে রেখো, পাখি যেমন তার ডানা মেলে আকাশ ছোঁয়, তেমনি তুমি যদি নিজেকে পরিবর্তন করো, তুমিও
একদিন পাখির মতো মুক্তভাবে আকাশে উড়তে পারবে।
তাই নিজের সীমাবদ্ধতাকে ভয় পেও না। প্রতিদিন একটু একটু করে নিজেকে নতুন করে গড়ো, আর জীবনের প্রতিটি সকালে বলো— “আমি বদলাতে পারি, আমি উড়তে পারি!”