ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা ঃ ২৭ জুলাই ২০২৩।
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ২৭ জুলাই দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান। হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান
এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০মিনিট) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট রোম ফিউমিসিনো বিমানবন্দর ত্যাগ করে।
ফ্লাইটটি কাতারের দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রা বিরতির পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে ২৩ জুন ইউনাইটেড নেশনস ফুড সিস্টেম সামিট+২ স্টকটেকিং মোমেন্টে (ইউএনএফএসএস+২) অংশ নিতে রোমে যান।