প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৭:০৯ পি.এম
চট্টগ্রাম–কক্সবাজার রুটের দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন
চট্টগ্রাম–কক্সবাজার রুটের দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলকারী ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। যাত্রীদের ভ্রমণ আরও সুষ্ঠু ও সময়নিষ্ঠ করতে বাংলাদেশ রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ আগস্ট থেকে নতুন সময় অনুযায়ী চলবে ট্রেন দুটি।মঙ্গলবার রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, যাত্রীদের সুবিধা ও ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে এই পরিবর্তন করা হয়েছে।নতুন সময়সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাবে, যেখানে পূর্বে এর সময় ছিল সকাল ৬টা ১৫ মিনিট। অন্যদিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টায় ছেড়ে আসবে, আগে যা ছিল সকাল ১০টা ৩০ মিনিট