ঢাকা-২ নির্বাচনি আসন-১৭৫ এর পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আ্যডভোকেট কামরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৪ ডিসেম্বর ২০২৩।
ঢাকা-২ নির্বাচনি আসন ১৭৫ এর পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আ্যডভোকেট কামরুল ইসলাম (নৌকা) ও জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল (নাঙ্গল) ছাড়া বাকি তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার আনিসুর রহমান।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন, মাওলানা আশ্রাফ আলী (স্বতন্ত্র) ডা. হাবিবুর রহমান (স্বতন্ত্র) ও আবুল কাশেম (জাতীয় পাটি)।
এর মাঝে ভোটার তালিকার নামে গড়মিল ডাক্তার হাবিবুর রহমান এর প্রার্থী বাতিল হয়। তাছাড়া মাওলানা আশ্রাফ আলীর হলফ নামায় সই না থাকায় এবং ব্যাংকিং ঝামেলায় আটকে যায় আবুল কাশেমের প্রার্থীতা।
প্রার্থী বাতিল হওয়া প্রসঙ্গে ডা.হাবিবুর রহমান জানান, আমরা বিধি অনুযায়ী কমিশনে আপিল করবো। প্রয়োজনে উচ্চ আদালতে যাব৷