তোমার কর্মই তোমার সবচেয়ে বড় বন্ধু
এডভোকেট মোহাম্মদ এনামুল হক সম্পাদক আদালত বার্তাঃ
২ নভেম্বর ২০২৫
মানুষের জীবনে অনেক বন্ধু আসে, অনেকেই পাশে থাকে, আবার অনেকেই সময়ের সাথে হারিয়ে যায়। কিন্তু এমন এক বন্ধু আছে, যে কখনো তোমাকে ছেড়ে যায় না—সে হলো তোমার কর্ম।
তোমার কর্মই তোমার আসল পরিচয়, তোমার সম্মান, তোমার শক্তি এবং তোমার ভবিষ্যৎ। পৃথিবীর ইতিহাসে যারা মহান হয়েছেন, তারা কেউ ভাগ্যের উপর ভরসা করেননি—তারা তাদের কর্মকে বন্ধু বানিয়েছিলেন।যে ব্যক্তি নিষ্ঠার সাথে কাজ করে, আল্লাহ তার পথ সহজ করে দেন। কর্মই এমন এক সঙ্গী, যে তোমার কঠিন সময়ে পাশে থাকে, তোমাকে হতাশা থেকে টেনে তোলে, এবং সাফল্যের পথে নিয়ে যায়।
অন্যেরা হয়তো তোমাকে ভুলে যাবে, তোমার দুঃখ বুঝবে না, কিন্তু তোমার কাজ—তোমার কর্মফল—তোমাকে কখনো ঠকাবে না। কারণ কর্মের মাধ্যমে তুমি নিজেকে প্রমাণ করতে পারো, পৃথিবীকে বদলাতে পারো, এবং নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারো।
তাই অন্যের প্রশংসার অপেক্ষায় থেকো না, ভাগ্যের দোষ দিও না—নিজের কাজে মন দাও। প্রতিটি দিন একটু একটু করে ভালো কিছু করো, কারণ আজকের কাজই আগামীকালের সাফল্যের বীজ।
শেষে মনে রেখো–
“তোমার কর্মই তোমার সবচেয়ে বড় বন্ধু; আর অলসতা হলো সবচেয়ে বড় শত্রু।”