নিজেকে শক্ত করে গড়ে নিতে হয়।
এই শহরের খারাপ পরিস্থিতিতে কেউ কারো পাশে থাকে না।
সম্পাদকীয়
আদালত বার্তা, ২ সেপ্টেম্বর ২০২৫।
শহরের জীবন সবসময়ই ব্যস্ত, প্রতিযোগিতাময় এবং কঠিন। এখানে কেউ কারো কষ্ট বোঝার মতো সময় পায় না। জীবনের খারাপ সময়ে আপনি হয়তো ভেবেছিলেন প্রিয় মানুষ, বন্ধু কিংবা আত্মীয়রা পাশে থাকবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যখন পরিস্থিতি খারাপ হয়, তখন সবাই দূরে সরে যায়—কেউ হয়তো মুখ ফিরিয়ে নেয়, কেউ আবার অজুহাত দেখিয়ে সরে দাঁড়ায়।
এই শহরে টিকে থাকতে হলে নিজের ভেতরে শক্তি গড়ে তুলতে হয়। আত্মবিশ্বাস, ধৈর্য আর পরিশ্রমই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। কারণ দুঃসময়ে অন্যের ভরসায় দাঁড়িয়ে থাকা মানে আরও দুর্বল হয়ে পড়া। বাস্তবতা শেখায়—যদি নিজেকে শক্ত না করেন, তবে আপনি ভেঙে পড়বেন, আর তখন কেউ হাত বাড়িয়ে তুলতে আসবে না।
তাই শহরের জীবন আমাদের শিখিয়ে দেয়, নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন কোনো প্রতিকূলতা আসলেও মাথা উঁচু করে লড়াই করা যায়। কারণ দিনের শেষে আপনাকেই নিজের যুদ্ধে জয়ী হতে হবে—অন্য কারো নয়।