নির্বাচন নিয়ে জার্মানি সফরে কেউ প্রশ্ন তোলেনি: প্রধানমন্ত্রী।
মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২৪ ফেব্রুয়ারি ২০২৪।
জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসকল রাষ্ট্রপ্রধানরা পুননির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান। এসব বিশ্বনেতাদের কেউ বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ বা প্রশ্ন তোলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজবশুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “এবারের সফরে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু নির্বাচন নিয়ে কথা হয়নি। কোনো কোনো দেশে একটা নির্বাচনের রেজাল্ট করতে ১২-১৫ দিন সময় লাগে, সেই নির্বাচন ফ্রি ফেয়ার। আর বাংলাদেশে এতো সুষ্ঠু নির্বাচন হওয়ার পর ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার মধ্যে রেজাল্ট এসে গেল, সেই নির্বাচন ফ্রি ফেয়ার না। এই রোগের ওষুধ আমাদের কাছে নেই।”
তিনি বলেন, “আমাদের শক্তি হলো জনগণ, অন্য কেউ নয়।