মুজিব: একটি জাতির রূপকার’ থেকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি: প্রধানমন্ত্রী
এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা ঃ ১৩ অক্টোবর ২০২৩।
মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র থেকে জাতি ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জানতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি জীবনভিত্তিক ছবি। এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারব।’
এসময় চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকুশলী, যারা স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন এবং নির্মাণ কাজে যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা আরও বলেন, ‘আগামীকাল পুরো বাংলাদেশে মুজিব: একটি জাতির রূপকার ছবিটি মুক্তি পাবে।