মেট্রোরেল ভ্রমণে স্টেশন সমূহে কি কি দেখা এবং করা যায় জেনে নিন
ইফতেমাম, আদালত বার্তাঃ২৭ জানুয়ারি ২০২৫।
ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন ৬ দিয়ে ঢাকা ট্যুর করার প্ল্যান (বামে স্টেশন্সমূহের নাম আর ডানে কী কী দেখা/করা যাবে তার বর্ণনা দেওয়া হয়েছে) –
উত্তরা উত্তর – ঢাকা মেট্রোরেল প্রদর্শনী কেন্দ্র ও বিআরটিএ-এর উত্তরা অফিস
উত্তরা সেন্টার – উত্তরা সেক্টর ১৮-এর লেকে কায়াকিং (দুইটি অপারেটর আছে – বিডি কায়াকিং ও রংধনু কায়াকিং)
উত্তরা দক্ষিণ – এখানে দেখার বা করার মত কিছু নেই
পল্লবী ও মিরপুর ১১ – রাস্তার দুই পাশে প্রচুর খাবার রেস্টুরেন্ট ও ক্যাফে, এছাড়াও পল্লবীতে বিআরটিসি-এর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আর মিরপুর ১১-তে চিকিৎসার জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল আছে
মিরপুর ১০ – দামাদামি করে কেনাকাটার জন্য মিরপুর হোপ মার্কেট, চিকিৎসার জন্য আলোক হাসপাতাল, একটু হেঁটে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে স্ট্রীট ফুড, মিরপুর শপিং সেন্টার আর রিক্সায় করে মিরপুর ২-এ বাংলাদেশ টাকা জাদুঘর
কাজীপাড়া ও শেওড়াপাড়া – গৃহসজ্জার জন্য রাস্তার দুই পাশে প্রচুর ফার্নিচার বা আসবাবপত্রের দোকান
আগারগাঁও – বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনী বেইস ক্যাম্প (বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি ও ক্যাম্পিং-এর জন্য), আইডিবি ভবনে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বিসিএস কম্পিউটার মার্কেট, আগারগাঁও মোড়ে চিল পাখি ঘড়ির টাওয়ার
বিজয় সরণি – চন্দ্রিমা/জিয়া উদ্যান ও লেক, বাংলাদেশ সামরিক জাদুঘর – এর সাথেই রয়েছে থ্রিডি আর্ট গ্যালারি ও স্টার সিনেপ্লেক্সের শাখা, বাংলাদেশ নভোথিয়েটার, বিজয় সরণি মোড়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভাস্কর্য
ফার্মগেট – ফুটপাথে কেনাকাটা
কারওয়ান বাজার – হোটেল প্যান পাসিফিক সোনারগাঁও, বাংলাদেশের ২য় বৃহৎ শপিং মার্কেট – বসুন্ধরা সিটি শপিং মল ও স্টার সিনেপ্লেক্স ও টগি ফান ওয়ার্ল্ড ইনডোর অ্যামিউসমেন্ট পার্ক, প্রায় সকল বাংলাদেশি ব্যাংকগুলোর কর্পোরেট শাখা, স্টার কাবাব ও বিরিয়ানীর শাখা, তাজা সবজি ও মাছ-মাংসের জন্য ঢাকার সবচেয়ে বড় পাইকারী কাঁচা বাজার – কারওয়ান বাজার কাঁচা বাজার, রিক্সায় করে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, বিএফডিসির প্রান্তের হাতিরঝিল লেকের অংশ যেখান থেকে পুলিশ প্লাজা, গুলশান ১ ও রামপুরা/মেরুল বাড্ডা পর্যন্ত নৌকায় করে যাওয়া যায়, এছাড়াও কারওয়ান বাজার ও এর আশপাশে রয়েছে ঢাকা ওয়াসা, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ-ইসিএবি, বাংলাদেশের নং ১ আইসক্রিম ব্র্যান্ড ইগলুর প্রস্তুতকারক আব্দুল মোনেম-এর বিজনেস ডিস্ট্রিক্ট ও বিভিন্ন প্রিন্ট, রেডিয়ো ও ইলেক্ট্রোনিক মিডিয়ার অফিস (যেমন প্রথম আলো, ডেইলি স্টার, ডেইলি ইত্তেফাক, আবিসি রেডিয়ো, এটিএন বাংলা, এটিএন নিউজ, এনটিভি, আরটিভি, একুশে টিভি, সময় টেলিভিশন, বাংলাভিশন)
শাহবাগ – বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ, বারডেম হাসপাতাল, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আজিজ সুপার মার্কেট, অল্প একটু হেঁটে রমনা পার্ক ও লেক
ঢাকা বিশ্ববিদ্যালয় – সোহরাওয়ার্দী উদ্যান ও স্বাধীনতা স্তম্ভ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ চত্বর যেখানে রয়েছে বিভিন্ন স্ট্রীট ফুড আর পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর ও রাজু ভাস্কর্য, একটু হেঁটে শহীদ মিনার ও কার্জন হল, রিক্সায় করে নীলক্ষেত বই বাজার ও ঢাকা নিউ মার্কেট
বাংলাদেশ সচিবালয় – বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক সকল প্রকার শিক্ষাগত ডকুমেন্ট ও পাবলিক রেজিস্ট্রেশন/লাইসেন্স সত্যায়িত করার জন্য
মতিঝিল – ঢাকার সুপরিচিত শাপলা চত্বর, বাংলাদেশ ব্যাংক হেড অফিস, প্রায় সকল বাংলাদেশি ব্যাংকগুলোর হেড অফিস, একটু হেঁটে বলাকা ভাস্কর্য ও সেন্ট্রাল ইন-এ ৫৪৯ টাকায় সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্রেকফাস্ট বাফে
কমলাপুর (বর্তমানে নির্মাণাধীন, ডিসেম্বর ২০২৫ নাগাদ উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে) – কমলাপুর রেলওয়ে স্টেশন যেখান থেকে সমগ্র বাংলাদেশে দীর্ঘপথের ট্রেন যাত্রা করা যাবে, এছাড়াও দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন রুটে ভ্রমণ করার জন্য আশপাশে বিভিন্ন বাস কাউন্টারও রয়েছে!