স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
‘প্রধানমন্ত্রী বলেছেন, সংসদের ডান হাতও আমার বাম হাতও আমার’।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ২৯ জানুয়ারি ২০২৪।
স্বতন্ত্র এমপিদের কোনো জোট হবে না। স্বতন্ত্ররা সংসদে স্বতন্ত্রই থাকবেন। সংসদে তাদের মূল ভূমিকা কী থাকবে, তা চিপ হুইপ জানিয়ে দেবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন।
রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র এমপিদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি স্বতন্ত্র এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক স্বতন্ত্র এমপি এসব কথা জানিয়েছেন।
রবিবার বিকালে ৬২জন স্বতন্ত্র এমপি গণভবনে যান। প্রায় দুইঘণ্টা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।