“১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস"
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ১০ নভেম্বর ২০২৩।
১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে সামরিক জান্তার বুলেটের আঘাতে শহীদ নূর হোসেন আত্মাহুতি দিয়েছিলেন। এই দিনে বুকে-পিঠে সাদা রঙে লিখে নেন
"স্বৈরতন্ত্র নিপাক যাকগণতন্ত্র মুক্তি পাক"
শ্লোগান লিখে রাজপথে নেমেছিলেন নূর হোসেন। শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী সরকারের পতন ঘটে। শহীদ নূর হোসেনের প্রতি রইলো বিনম্ন শ্রদ্ধা।