1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৫ মে ২০২৪
গত কয়েকবছর ধরে সবার আগে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ঈদের তারিখ ঘোষণা করতো। এবার ব্যতিক্রম ঘটনা ঘটলো। আফ্রিকার দেশ মিসর এবার সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো। এবার মিসরে ঈদুল আজহা উৎযাপিত হবে ১৬ জুন। আর বাংলাদেশে সম্ভাব্য তারিখ ১৭ জুন।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিসর। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, আগামী ১৬ জুন কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে।
শনিবার (২৫ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্র জানিয়েছে, হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের প্রথম দিন আগামী ৭ জুন হতে পারে। ফলে জ্যোতিবিদদের হিসাব অনুসারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন তথা শনিবার হবে। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা বাহে বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরির গণনা অনুসারে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে। তিনি জানান, গণনায় দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ৫ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। এ দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন।

তিনি জানান, ওইদিনই মক্কায় অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট ও কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত নতুন চাঁদ দেখা যাবে।আরব বিশ্বের দেশগুলোতে অর্ধচন্দ্রটি ওইদিন ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে বিষয়টি সঠিক হলে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। এ হিসাব অনুসারে বাংলাদেশে ১৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট