বহুল আলোচিত রাজধানীর হলি আর্টিজান হামলা মামলার শুনানির জন্য উচ্চ আদালতের বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ১২ জানুয়ারি ২০২৩।
দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র।