1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভুয়া পেজ খুলে ইফতার-সাহরিতে আমন্ত্রণ, বুকিং মানি নিয়ে লাপাত্তা। - আদালত বার্তা
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর দাবিতে আপিল শুনানি শুরু দেড় মাস পর সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে নিয়মিত বিচারকাজ অনলাইনে জমির মালিকানা বের করার সহজ উপায় যেসব কাগজপত্র না থাকলে হারাতে পারেন আপনার জমির মালিকানা!সতর্ক করল নতুন ভূমি আইন বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কায় প্রবেশে নতুন নিয়ম, ১৫ অক্টোবর থেকে কার্যকর রোববার থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল জামিন হওয়ার পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করনীয়  এমপি-মন্ত্রীরা পালাননি, প্রমাণ ১২০ জনের গ্রেপ্তার উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি; জনমনে আতঙ্ক

ভুয়া পেজ খুলে ইফতার-সাহরিতে আমন্ত্রণ, বুকিং মানি নিয়ে লাপাত্তা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

ভুয়া পেজ খুলে ইফতার-সাহরিতে আমন্ত্রণ, বুকিং মানি নিয়ে লাপাত্তা।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৯ এপ্রিল ২০২৩।

অভিজাত রেস্তোরাঁর নামে অনলাইনে ভূয়া পেজ খুলে করা হতো ইফতার ও সাহরির আমন্ত্রণ। তারপর বুকিং মানি নিয়ে লাপাত্তা। পরে রেস্তোরায় গিয়ে বিপাকে পড়তে হয়েছে অনেকেকই। এমনই এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট।

রোজায় জমজমাট রাজধানীর রেস্তোরা ব্যবসা। কেউ আসেন ইফতারে, কেউ বা সাহরিতে। ক্রেতা আকর্ষণে রয়েছে নানা রকম অফার।

এ সময়টাতে ভোক্তাদের চাপে বেশির ভাগ রেস্টুরেন্টেই আগে থেকে করতে হয় বুকিং। দিতে হয় অগ্রিম টাকা।
এই সুযোগেই প্রতারণার জাল বিছিয়ে বসেছে একটি চক্র। যারা প্রথমে অভিজাত রেস্টুরেন্টের ভুয়া পেজ খুলে অনলাইনে। এরপরে বুস্ট করে বাড়ানো হয় ফলোয়ার। ফলে অনেক গ্রাহকই নকল পেজে এডভান্স করেন। পরে রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারেন হয়েছেন প্রতারণার শিকার।
সম্প্রতি রিও ক্যাফে লাউঞ্জে আসে এমন ৫০টির বেশি অভিযোগ।

রিও ক্যাফে লাউঞ্জের এজিএম আল আমিন বলেন, বুকিং নেয়ার নাম করে তারা প্রচুর পরিমাণ টাকা হাতিয়ে নেয়। যার পরিমাণ প্রায় এক থেকে দেড় লাখ টাকা। এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় রমজান মাসে।
ক্যাফেগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের বিশেষ সাইবার ইউনিট। আল আমিন নামে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয় একজনকে।

ডিএমপি ডিবি ডিসি সাইবার তারেক বিন রশিদ বলেন, সাহরি, ইফতার বা অন্যান্য পার্টির জন্য আপনি বুকিং দেবেন। এই জন্য অগ্রিম অর্থ নেয়ায় তারা বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং পরবর্তিতে দেখা যায় যখন এই কাস্টমাররা রেষ্টুরেন্টে যায় তখন দেখে আসলে তারা ফেক পেজের মাধ্যমে এই বুকিংগুলো দিয়েছে।

অনলাইনে কেনাকাটা বা রেস্তোরায় অর্ডার দেয়ার ক্ষেত্রে ভালোভাবে তথ্য যাচাই করে নেয়ার পরামর্শ এই গোয়েন্দা কর্মকর্তার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট