1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করলেন ! - আদালত বার্তা
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. সৈয়দ হুমায়ুন আখতার, ভূমিকম্প অনুভব নিয়ে যা বলেন পুরনো সিম কার্ড ফেলে দেওয়ার আগে অবশ্যই করুন এই কাজগুলো হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল বিভাগের রায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বিবেচনার রায় আগামীকাল যে পাঁচ অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেবেন ট্রাইব্যুনাল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন ঠিক করতে জোর পেয়েছে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।  বিএনপি জামায়াত এনসিপিকে গোলক ধাঁধায় ফেললেন ড. ইউনূস ডেভেলপারের সঙ্গে ফ্ল্যাট ও জমি ক্রয়-বিক্রয় নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত যেভাবে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ

সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করলেন !

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সময় অপচয় করলেন মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করলেন !

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ ৯জুন ২০২৫

সময়—এই ছোট্ট শব্দটির গুরুত্ব বোঝা যায় তখন, যখন তা ফুরিয়ে যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, তা প্রতিনিয়ত চলে চলে যায়, আর আমাদের ফেলে রেখে যায় চরম অনুশোচনার অতলে। সময়ের অপচয় আসলে জীবনের সর্বনাশ ডেকে আনে—যার প্রভাব পড়ে ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, এমনকি জীবনের স্বপ্নগুলোতেও।

শৈশব ও কৈশোরকাল হলো স্বপ্ন গড়ার উপযুক্ত সময়। কিন্তু অনেকেই এই সময়টাকে হেলাফেলার চোখে দেখে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, অলসতা আর অসচেতনতার কারণে আমরা প্রতিদিন কিছু কিছু সময় হারাই—অথচ বুঝতে পারি না, এই হারানো মুহূর্তগুলোই একদিন আমাদের জন্য কান্নার কারণ হবে। পরীক্ষার আগের রাতে হঠাৎ করে বই খুলে দেখা, “আরেকটু পরে পড়বো” বলে সময় ন*ষ্ট করা—এসব আমাদের অভ্যাসে পরিণত হয়। এর ফলশ্রুতিতে আমরা স্বপ্ন দেখা ভুলে যাই, লক্ষ্য হারিয়ে ফেলি, জীবনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ি।

যখন সবাই নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সময় ন*ষ্টকারী ব্যক্তি একা দাঁড়িয়ে থাকে—কান্নাভেজা চোখে, অনুশোচনায় ভরা হৃদয়ে। কেউ তখন তার পাশে থাকে না, কারণ সমাজ ব্যর্থতাকে সহজে ক্ষমা করে না। অতীতে ফিরে যেতে চাইলেও আর কোনো পথ খোলা থাকে না। যে বন্ধু একদিন মোবাইলে গেম খেলত, আজ সে চাকরি করে বিদেশে। আর যে সময় নিয়ে গড়িমসি করেছিল, সে তখন বেকার, হতাশ, আত্মবিশ্বাসহীন একজন মানুষে পরিণত হয়।

সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না —এটাই বাস্তবতা। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোই আমাদের দায়িত্ব। একটু একটু করে সময়কে কাজে লাগালে, একদিন তা হয়ে উঠবে সফলতার সিঁড়ি। অন্যথায়, এই অপচয় হবে ভবিষ্যতের কান্না, বঞ্চনা ও বেদনার কারণ।
আজ যদি আপনি সময়কে অপচয় করেন, কাল সময় আপনাকে অপমান করবে। মনে রাখবেন, সময়ের প্রতি অবহেলা মানেই নিজের ভবিষ্যতকে ধ্বং’সের দিকে ঠেলে দেওয়া। আর তখন অনুশোচনা করলেও তা শুধু বেদনার গল্প হয়ে থাকবে—যার কোনো সমাধান নেই, শুধু দীর্ঘশ্বাস আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট