1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

বহু পরিচিত মুখ ছিল, বন্ধু ছিলনা কেউ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বহু পরিচিত মুখ ছিল, বন্ধু ছিলনা কেউ! 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, সম্পাদক, আদালত বার্তাঃ২৯ জুলাই ২০২৫।

জীবনের পথে চলতে চলতে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ সহপাঠী, কেউ সহকর্মী, কেউবা প্রতিবেশী। এদের মধ্যে অনেকেই প্রতিদিন দেখা যায়, কথা হয়, হাসিমুখে সম্ভাষণও চলে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়—এই বহু পরিচিত মুখের ভিড়ে একজন সত্যিকারের বন্ধুও নেই!

বন্ধু মানে শুধু পরিচিত মুখ নয়, বন্ধু মানে সেই মানুষ, যে আপনার খারাপ সময়ে পাশে দাঁড়াবে, বিনা স্বার্থে আপনার কাঁধে হাত রাখবে। দুঃখের দিনে যখন চারপাশের সবাই নিজেকে সরিয়ে নেয়, তখন যে ব্যক্তি আপনার চোখের জল বুঝতে পারে—সে-ই প্রকৃত বন্ধু। অথচ বর্তমান সমাজে এই নিঃস্বার্থ সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে।

আজকাল সম্পর্ক গড়ে উঠছে স্বার্থের ওপর। একে অপরের সুখ-দুঃখ জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কী দিচ্ছে, কে কতটা কাজে আসছে। তাই দেখা যায়, শত মুখ চিনলেও—মনের কথা বলার জন্য একজনও পাওয়া যায় না। এটাই সময়ের নির্মমতা।

এই বাস্তবতা আমাদের শেখায়, পরিচিত মুখের সংখ্যা দিয়ে বন্ধুত্বের গভীরতা মাপা যায় না। একজন বন্ধু পাওয়া, সত্যিকার অর্থে একজন মানুষকে পাওয়ার মতোই সৌভাগ্যের ব্যাপার।

চেনাজানার ভিড়ে যদি একজন সত্যিকারের বন্ধু থাকেও, সেটিই জীবনের বড় আশীর্বাদ। তাই মুখের সংখ্যা নয়, হৃদয়ের মানুষ চিনে নেওয়াই আসল বুদ্ধিমত্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট