1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

কলাগাছের সুতোয় তৈরি প্রথম শাড়ি”কলাবতী”

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

কলাগাছের সুতোয় তৈরি প্রথম শাড়ি”কলাবতী”

ডেস্ক নিউজ আদালত বার্তা :২এপ্রিল ২০২৩।

 

কলাগাছের সুতোয় তৈরি প্রথম শাড়ি”কলাবতী”
পাহাড়ে নারীদের স্বাবলম্বী করে তুলতে পাইলট প্রকল্প হিসেবে বান্দরবানের পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় সিলেটের মৌলভীবাজারের মনিপুরী প্রশিক্ষক রাধাবতী দেবীকে। তার তত্ত্বাবধানে ১৫ দি‌নের প্রচেষ্টায় কলাগাছের তন্তু বা আঁশ থেকে সুতা তৈ‌রি করা হয়। সেই সুতা দিয়ে দেশে প্রথমবারের মতো শাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মনিপুরী রাধাবতী দেবী। নতুন এই শাড়িটির নাম দেওয়া হয়েছে রাধাবতী ও কলাগাছের সঙ্গে মিল রেখে ‘কলাবতী সুতি শাড়ি’।

আমরা জানি পাহাড়ে প্রচুর কলা উৎপাদিত হয়। কলাগাছের তন্তু থেকে শাড়ি তৈরি হলে তা পার্বত্য অঞ্চলে বিশেষ করে নারীদের ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থান এর সুযোগ তৈরি করে দিবে। রাধাবতী দেবীর জন্য শুভকামনা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট