1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যানের দণ্ড! - আদালত বার্তা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম ইলন মাস্কের স্টারলিংক সামরিক জ্যামার ব্যবহার করে অচল করে দিলো ইরান ফের বাড়তে পারে শীতের দাপট পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।৭৩ বছরের রেকর্ডে আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয় : রিজওয়ানা সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রধান বিচারপতি অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস

আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যানের দণ্ড!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যানের দণ্ড!

ডেস্ক নিউজ আদালত বার্তা : ১ জুন, ২০২৩
সিরাজগঞ্জের কাজিপুর পারিবারিক আদালতে এক মামলায় ভুয়া জন্ম সনদ দাখিলের সূত্র ধরে বগুড়ার ধুনট উপজেলার ১০ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলামকে তলব করেন আদালত। কিন্তু বারবার সময় দেয়া সত্ত্বেও তিনি আদালতে হাজির হননি।
এর প্রেক্ষিতে আদালতে উপস্থিত হয়ে উক্ত ভুয়া সনদ বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় তার বিরুদ্ধে কেন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে আদালত আরেক দফা কারণ দর্শানোর নির্দেশ দেন।
স্বশরীরে হাজির হয়ে কারণ না দর্শানোর জন্য আদালতের আদেশ অমান্যের দায়ে চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলামকে ১০ টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে ১ দিনের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট আদালতের জজ ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো: লোকমান হাকিম।
বেঞ্চ সহকারী সাব্বির হোসেনের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত চেয়ারম্যান সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ভুয়া সনদ দেয়ার অভিযোগে ফৌজদারি মামলা দায়েরসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাদীপক্ষের আইনজীবী আবেদন করেন।
পরে আদালত ফৌজদারি মামলা দায়েরের আবেদন নাকচ করেন এবং অভিযুক্ত চেয়ারম্যানকে সংশ্লিষ্ট পারিবারিক আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দণ্ড দিয়েছেন। এছাড়া আদেশের কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ অন্যান্য স্থানীয় কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানান বেঞ্চ সহকারী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট