1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই’। - আদালত বার্তা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়তে পারে শীতের দাপট পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।৭৩ বছরের রেকর্ডে আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয় : রিজওয়ানা সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রধান বিচারপতি অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস তিন মূল লক্ষ্যকে সমনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান। দেশে প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা: অধ্যাদেশ জারি

খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই’।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই’।

‘খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই’।

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১১ জুন ২০২৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই।
রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।
এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ দিলে জামিন বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।
নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনা প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনার কোন সুযোগ নেই। নির্বাচনকালে সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে ছোট সরকার গঠন করা হবে
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা এদেশেই সম্ভব। তিনি যেসব শর্তে মুক্তি পেয়েছেন, তাতে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি যে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন সেটাও তো সরকারের দেওয়া শর্তের বাইরে। তার বিষয়ে অন্য কোনো চিন্তাভাবনা আপাতত সরকারের নেই।
জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। শিগগিরই তা মন্ত্রীসভায় উঠবে।
জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন তারা অনুমতি দিলো- সেটার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।
মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট