1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

এবার হজের খুতবার বাংলা অনুবাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

এবার হজের খুতবার বাংলা অনুবাদ। 

নিউজ ডেস্ক আদালত বার্তা :২৫ জুন ২০২৩।

মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে রোববার (২৫ জুন) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেই হিসেবে আগামী ২৭ জুন আরাফা ময়দানে অবস্থান করবেন হাজিরা। সেদিন ২০ লাখের বেশি হাজির উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ।

বিশ্বের ৩০ কোটির বেশি মানুষের কাছে ইসলামের শান্তিপূর্ণ বাণী পৌঁছে দিতে ২০টির বেশি ভাষায় খুতবা সম্প্রচার করা হবে। এসব কাজের তত্ত্বাবধান করছে মক২৫ জুন ২০২৩,
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি গেছেন ১ লাখ ২২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১ লাখ ১২ হাজার ৫৬২ জন। হজে গিয়ে এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২২ জন এবং নারী চারজন।

হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

এদিকে আজ (রোববার) ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হয়েছে। শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজ।

উল্লেখ্য, সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।

হজ পালন বাংলাদেশ হজ যাত্রী সৌদি পৌঁছেছেন হজ ফ্লাইট

হজের আনুষ্ঠানিকতা শুরু
মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

রোববার (২৫ জুন) ফজরের পর ১৪৪৪ হিজরি বর্ষের হজের মূল কার্যক্রম শুরু হয়।

শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে এবারের হজ।

এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট