1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

ভ্যাট আদায়ে প্রথমবার বেসরকারি প্রতিষ্ঠান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

ভ্যাট আদায়ে প্রথমবার বেসরকারি প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২২ আগস্ট ২০২৩
খুচরা ভ্যাট আদায়ে শৃঙ্খলা ফেরাতে আরেক দফা পরীক্ষা-নিরীক্ষা শুরু করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো বেসরকারি কোম্পানির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় শুরু করেছে সংস্থাটি। মঙ্গলবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এ কর্মসূচি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় এনবিআর কর্মকর্তারা অর্থমন্ত্রীকে আশ্বস্ত করেন, মাঠ কর্মীরা নতুন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনকে স্বাগত জানিয়েছেন।

ভ্যাট আদায়ের কাজ পেয়েছে বেসরকারি খাতের আইটি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস। প্রতি একশ টাকা ভ্যাট আদায়ে প্রায় ৫৩ পয়সা কমিশন পাবে প্রতিষ্ঠানটি।

পরোক্ষ করের বড় উৎস খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট। তবে, ব্যবসায়ীদের ফাঁকির মানসিকতা, এনবিআর কর্মকর্তাদের অদক্ষতা ও দুর্নীতির কারণে তা হয়নি। এখাতে স্বচ্ছতা ফেরাতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, পজ মেশিনের মাধ্যমে কেনাকাটা চালু করেও ব্যর্থ হয় সংস্থাটি।

দুই বছর আগে ডিজিটাল প্রযুক্তি ইএফডি মেশিন চালু করে এনবিআর। এ দফায়ও ব্যর্থ হয় সংস্থাটি। অবশেষে বেসরকারি কোম্পানির মাধ্যমে ইএফডি মেশিন চালানোর এ উদ্যোগ নেওয়া হলো।

অর্থমন্ত্রী আশা করছেন, নতুন উদ্যোগের মাধ্যমে খুচরা ভ্যাট আদায়ে শৃঙ্খলা ফিরবে। তবে রাজস্ব আদায়ে করদাতাদের যেন কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পুরো বিশ্বই এখন অটোমেশনের দিকে ঝুঁকেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সবদেশেই ভ্যাট আদায়ে অটোমেশনের ব্যবস্থা রয়েছে। আমাদের ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের মধ্য দিয়ে ভ্যাট আদায় আরও শৃঙ্খলার মধ্য দিয়ে হবে বলে আমরা বিশ্বাস করি।’

এনবিআর কর্মকর্তারা জানান, নতুন এই মেশিন ব্যবসায়ীদের ভ্যাট দেয়ার ঝামেলা কমাবে। কর্মচারিদের চুরি ধরিয়ে দেবে। ব্যবসার হিসাব রাখাও করবে সহজ। অন্যদিকে, লটারিতে ভোক্তারও পুরস্কার পাওয়া সহজ হবে নতুন ইএফডি মেশিনে।

এনবিআর সদস্য মইনুল খান বলেন, ‘কখনও হয়ত আশঙ্কা ছিল এটি গ্রহণযোগ্যতা পাবে কিনা। কিন্তু আমরা ভ্যাট কর্মকর্তাদের মোটিভেট করতে পেরেছি তাঁরা এ দিনটার জন্য অপেক্ষায় আছেন। তাঁরা সবাই এ ব্যবস্থাটাকে স্বাগত জানাচ্ছেন।’

ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে শুরু হয় বেসরকারি কোম্পানির মাধ্যমে ভ্যাট আদায়। পর্যায়ক্রমে যা সারা দেশে ছড়িয়ে দিতে চায় এনবিআর। সংস্থাটির লক্ষ্য, পাঁচ বছরে তিন লাখ প্রতিষ্ঠানে মেশিন বসানো।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘ক্রেতারা যদি ইনভয়েস না নেয় তাহলে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেশিনে ইনভয়েস জেনারেট হচ্ছে কিনা সেই পাহারাদারিও খুব ডিফিকাল্ট। এটা পাহারাদারি দিয়ে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ক্রেতার সচেতনতা।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট