1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

দিল্লি গেলেন প্রধানমন্ত্রী, বিকেলে মোদির সঙ্গে বৈঠক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

দিল্লি গেলেন প্রধানমন্ত্রী, বিকেলে মোদির সঙ্গে বৈঠক।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ৮ আগষ্ট ২০২৩।
‘জি-২০ লিডারস সামিটে’ যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০-এর ১৮তম বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর। ৮ থেকে ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।
কৃষি গবেষণা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে লেনদেনের সরলীকরণ বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি।
১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট