1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

কোথাকার বুড়িগঙ্গা এখন কোথায় চলে গেছে! ঢাকা যেন ধ্বংসপ্রাপ্ত এক নগরী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

কোথাকার বুড়িগঙ্গা এখন কোথায় চলে গেছে! ঢাকা যেন ধ্বংসপ্রাপ্ত এক নগরী।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তা ঃ ১২ অক্টোবর ২০২৩। 

বুড়িগঙ্গা ছিলো একসময় মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদের পাশেই। সেই বুড়িগঙ্গা এখন ভরাট হতে হতে আড়াই কিলোমিটার পশ্চিমে চলে গেছে বসিলারও পরে। যে বুড়িগঙ্গার পর থেকেই এখন কেরানীগঞ্জ উপজেলার সূচনা।
.
পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি ছিলো ঢাকা। মোঘলরা তো বটেই ইংরেজরা তথা স্যার চার্লস ডি ‘ওয়াইলির বর্ণনা অনুযায়ী, ‘ঢাকার চেয়ে সুন্দর নগরী পৃথিবীতে আর একটা আছে কিনা সন্দেহ।’ ঢাকার চতুর্দিকে প্রবাহমান ৪টি নদী (বুড়িগঙ্গা, তুরাগ, বালি ও বংশী) এবং ঢাকার মধ্যে প্রবাহমান ৮২টি খাল।
.
নৌপথে ঢাকার যেকোন স্থানে যাতায়াত করা ছিলো বিশ্বের সবচেয়ে সহজ নৌ পথের শহরগুলোর একটি। যে ঢাকা শহরে টানা দশবছর ও যদি বৃষ্টিপাত হতো তবুও ঢাকা শহরে জলাবদ্ধতা হতো না। সেখানে এখন ১৫ মিনিট টানা বর্ষণ হলেই ঢাকা শহরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেকে ঠাট্টা করে বলেন, “জাতীয় সংসদ ভবন কোন নদীর তীরে অবস্থিত?’
.
সেই বুড়িগঙ্গা তুরাগ বালি আর বংশী ভরাট হতে হতে ধ্বংসপ্রাপ্ত যেন। ঢাকার মধ্যে কয়টি খাল আর অবশিষ্ট আছে? ঢাকার যেন এক যুদ্ধনগরীর অবশিষ্ট ধ্বংসস্তূপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট