শপথ নিলেন নতুন এমপিরা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ জানুয়ারি ২০২৪
শপথ নিলেন সংসদ ভবনে নতুন এমপিরা
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন সংসদ ভবনে। বুধবার সকাল ১০.১৫ টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর হয় তার আগেই সংসদ ভবন এলাকায় উপস্থিত হয়েছেন নবনির্বাচিতরা। সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথ পড়ানো হয়।
সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। তাদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এখন শুরু হবে নতুন সরকার গঠনের পর্ব।
নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা, কৌতূহল
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। যে ২৯৯টি আসনে ভোট হয়েছে, সেগুলোর মধ্যে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল আটকে আছে। কাজেই আজ বুধবার ২৯৮টি আসনে নির্বাচিত নতুন এমপিদের শপথ পড়ানো হয়।
জাতীয় পার্টির সদস্যরা বুধবার শপথ নেবেন কি না, প্রথম দিকে কিছুটা সংশয় থাকলেও পরে দলটির শপথ নেওয়ার কথা জানায়।