1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

সেন্ট মার্টিনের ওপারে দিনভর মর্টার শেল বিস্ফোরণ, সতর্ক বিজিবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

সেন্ট মার্টিনের ওপারে দিনভর মর্টার শেল বিস্ফোরণ, সতর্ক বিজিবি
কক্সবাজার প্রতিনিধি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৯ মার্চ ২০২৪
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের দক্ষিণের গ্রাম হাস্যুরাতে আজ শুক্রবার সকাল থেকে মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আজ সকাল থেকে হাস্যুরাতে মুহুর্মুহু বিস্ফোরণের কারণে কেঁপে ওঠে পার্শ্ববর্তী বাংলাদেশের সেন্ট মার্টিন এলাকা।

সেন্ট মার্টিন বাজারপাড়ার চায়ের দোকানদার শফিউল বলেন, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ওপার থেকে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমানায় সে দেশের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজও অবস্থান নিয়েছে।

নূর মোহাম্মদ নামের দ্বীপের আরেক বাসিন্দা বলেন, শুক্রবার দুপুরে সবচেয়ে বেশি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এছাড়া দিনের বেলা সীমান্তবর্তী মিয়ানমারের বিভিন্ন এলাকায় আকাশ থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে মর্টার শেল নিক্ষেপ করতে দেখা গেছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সকালে শাহপরীর দ্বীপের বিপরীতে নাফ নদীর মিয়ানমার জলসীমায় একটি বড় জাহাজের অবস্থান দেখা গেছে। দুপুরের আগেই জাহাজটি সেখান থেকে দক্ষিণে সরে গিয়ে সেন্ট মার্টিনের বিপরীতে অবস্থান নেয়।

তিনি আরও বলেন, রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট