1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

এক দিনের ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

এক দিনের ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৫ সেপ্টেম্বর ২০২৪

এক দিনের ছুটি নিলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরি কর্মচারীরা। আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।

গতকাল  বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে।

বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার অফিস খোলা।

১৬ সেপ্টেম্বর (সোমবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি। তাই রবিবার (১৫ সেপ্টেম্বর) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রবিউল আউয়ালের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট