MRT Line-6 ডিপো।
ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ৬ জানুয়ারি ২০২৩।
৫৯ একর যায়গা নিয়ে তৈরি করা হইছে MRT Line-6 এর ডিপো।। মেট্রোরেল এর পরিচালনা এবং রক্ষনাবেক্ষনের জন্য এখানে ৫২ টি স্থাপনা বানানো হইছে।। এখানে আছে ৪০ হাজার বর্গফুটের স্টাবিলিং শেড।। এই শেডে মেট্রোরেল গুলোকে রাখা হয়।। এখানে ২০ টি লাইন আছে।। প্রতি লাইনে দুই সেট ট্রেন রাখা যাবে।। এর পাশেই আছে
৩৮ হাজার বর্গফুটের ওয়ার্কশপ।। এখানে মেট্রোরেলের যাবতীয় রক্ষনাবেক্ষন কাজ করা হবে।। ওয়ার্কশপে ১১টি লাইন আছে।। মেট্রোরেল রক্ষনাবেক্ষনের যাবতীয় সরঞ্জাম এখানে সেটাপ করা আছে৷। এছাড়া এখানে আছে সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন, ট্রেনিং সেন্টার, অটোমেটিক ওয়াশিং প্লান্ট, ইলেকট্রিক সাবস্টেশন সহ আরও বিভিন্ন স্থাপনা।। ডিপো এরিয়ার ১৯ কিলোমিটার ব্যালাস্ট রেল ট্র্যাক নির্মান করা হইছে।। যার মধ্যে ১ কিলোমিটার টেস্ট ট্র্যাক বাকি ১৮ কিলোমিটার স্টাবিলিং শেড, ওয়ার্কশপ এবং ওয়াশ প্লান্টে ট্রেন নেওয়া জন্য।।