1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ - আদালত বার্তা
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।৭৩ বছরের রেকর্ডে আবহাওয়ার এমন পরিস্থিতি আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয় : রিজওয়ানা সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রধান বিচারপতি অবকাশ শেষে খুলেছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবস তিন মূল লক্ষ্যকে সমনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান। দেশে প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা: অধ্যাদেশ জারি অবকাশকালীন ছুটি শেষে কাল খুলছে সুপ্রিম কোর্টে। আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে জানাল আবহাওয়া অফিস

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা ও আহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অন্তর্বর্তী আদেশে কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপ ও অভিভাবকের নাম যুক্ত করার পদক্ষেপ নিতে বলা হয়েছে।

একই সঙ্গে এই দুর্ঘটনায় আহতদের দেশে-বিদেশে সরকারি ব্যয়ে যথাযথ ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে আদেশে।   

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

এর আগে ঘটনার অনুসন্ধান, ক্ষতিপূরণ দেওয়া ও ক্ষতিগ্রস্তদের বিদেশে উন্নত চিকিৎসার দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. আনিসুর রহমান রায়হান।

পরে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমরা চেয়েছিলাম নিহতদের ৫ কোটি টাকা করে এবং আহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপ ও অভিভাবকের নাম যুক্ত করা এবং প্রত্যেক স্কুলে ফায়ার এক্সটিংগুইশার রাখার বাধ্যতামূলক করা।

পাশাপাশি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল না করাতে আবেদন করেছিলাম। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশনা চেয়েছি। আদালত আদেশ দিয়েছেন। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এ জন্য আদালতের কাছে নিবেদন করেছি। আদালত নিবেদন গ্রহণ করেছেন এবং রুল দিয়েছেন, আদেশ দিয়েছেন।   

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১৬৪ জন।  

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট