1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু, নদীতে চলছে অভিযান বিচার বিভাগের কাজের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে’–প্রধান বিচারপতি নিজের পেশায় সন্তুষ্ট থাকা নির্বাচনের সময় মন্ত্রণালয়গুলো ইসির হাতে থাকা উচিত: সাখাওয়াত রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শনিবার আবহাওয়া যেমন থাকবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন এবং পূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলা, ২৪ জিডি, ১৭ গ্রেপ্তার: আইজিপি আজ বিশ্ব ডিম দিবস সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আইজিপি এসি একটানা কতক্ষণ চালানো যায়?

এক শর্তে সংলাপে যাবে বিএনপি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

এক শর্তে সংলাপে যাবে বিএনপি।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ১১ অক্টোবর, ২০২৩।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে শুরু থেকে দিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। তবে দলটি এখন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে এক শর্তে রাজি হয়েছে। তারা কেবল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনার শর্তে সংলাপে বসতে চায়।

বুধবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে যেকোনো সংলাপের জন্য বিএনপি প্রস্তুত।

দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে, সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন দাবি করে তিনি বলেন, ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

খালেদা জিয়ার কিছু হলে তীব্র জনরোষের স্বীকার হতে হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আইনের নামে যা করছে সরকার, তা বেআইনি।

বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।
এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাকে বাড়ি থেকে ডাকাতের মতো গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে তাকে গ্রেপ্তার করেছে, তাতে প্রমাণ করে আগের মতোই একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার।

আরও অনেক নেতাকে জামিনের পরও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!