1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
একটা মাএ সন্তান, খুব যত্ন করে বড় করেছি —কক্সবাজারে নিখোঁজ  অরিএর  বাবা।  ফেসবুকে মনিটাইজেশন চালু করবেন কীভাবে, জানুন ধাপে ধাপে। মধ্যবিত্তদের জীবন চক্র আত্মত্যাগে গড়া এক অদৃশ্য যুদ্ধ! জীবন একটি চলমান যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় টিকে থাকার জন্য কেন HSC শেষে বিদেশে উচ্চশিক্ষা শুরু করা উচিত?  বিদেশগামী শিক্ষার্থীদের অনলাইনে সার্টিফিকেট সত্যায়িত যেভাবে ঢাকার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার “মাসের বড়া” জমির মালিকানা সূত্র কি কিভাবে হতে পারে? আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়।

এক শর্তে সংলাপে যাবে বিএনপি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

এক শর্তে সংলাপে যাবে বিএনপি।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ১১ অক্টোবর, ২০২৩।

আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে শুরু থেকে দিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। তবে দলটি এখন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে এক শর্তে রাজি হয়েছে। তারা কেবল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনার শর্তে সংলাপে বসতে চায়।

বুধবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে যেকোনো সংলাপের জন্য বিএনপি প্রস্তুত।

দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার আগেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে, সরকার একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন দাবি করে তিনি বলেন, ইচ্ছাকৃত ভুল চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

খালেদা জিয়ার কিছু হলে তীব্র জনরোষের স্বীকার হতে হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আইনের নামে যা করছে সরকার, তা বেআইনি।

বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিতে আইন মন্ত্রণালয় গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।
এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাকে বাড়ি থেকে ডাকাতের মতো গ্রেপ্তার করা হয়েছে। যেভাবে তাকে গ্রেপ্তার করেছে, তাতে প্রমাণ করে আগের মতোই একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার।

আরও অনেক নেতাকে জামিনের পরও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট