তফসিলকে স্বাগত জানাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ১৭ নভেম্বর ২০২৩।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ সংগঠন বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিক্রয়া জানায়।
সমিতির সভাপতি মো. মোমতাজউদ্দিন ফকির ও সম্পাদক মো. আব্দুন নূর দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গতকাল ১৫ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন তফসিলকে স্বাগত জানাচ্ছে।