1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু, নদীতে চলছে অভিযান বিচার বিভাগের কাজের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ বুঝতে পারবে’–প্রধান বিচারপতি নিজের পেশায় সন্তুষ্ট থাকা নির্বাচনের সময় মন্ত্রণালয়গুলো ইসির হাতে থাকা উচিত: সাখাওয়াত রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শনিবার আবহাওয়া যেমন থাকবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন এবং পূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলা, ২৪ জিডি, ১৭ গ্রেপ্তার: আইজিপি আজ বিশ্ব ডিম দিবস সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আইজিপি এসি একটানা কতক্ষণ চালানো যায়?

ফোনে কেউ আড়ি পাতছে, বুঝবেন যেভাবে

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

ফোনে কেউ আড়ি পাতছে, বুঝবেন যেভাবে
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা : ১১ জানুয়ারি ২০২৪
মোবাইল ফোনে আড়িপাতার কথা প্রায়ই শোনা যায়। অজান্তে আপনার ফোনেও হয়তো কেউ আড়ি পাতছে। এর মাধ্যমে আপনি কখন কার সঙ্গে কথা বলছেন, কী বলছেন তা অন্য কেউ শুনে ফেলতে পারে। ফোনে কেউ আড়ি পাতছে কি না, এটি কয়েক সেকেন্ড জেনে যেতে পারবেন। এর জন্য আপনাকে সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। তাহলে খুব সহজে জেনে যেতে পারবেন আপনার ফোনটি অন্য নম্বরে ফরোয়ার্ড করা হচ্ছে কি না।
কীভাবে বুঝবেন ফোনে কেউ আড়ি পাতছে
আপনার ফোনে আড়ি পাতার মাধ্যমে কল বা মেসেজ অন্যের হাতে যাচ্ছে কি না তা জানতে পাঁচটি নম্বর ডায়াল করতে হবে। আপনার মোবাইলের ফোন বুকে *#61# ডায়াল করতে হবে। এটিতে কল করলে আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে। যদি কোনো পরিষেবা ফরোয়ার্ড করা হয়, তবে এর মানে হলো আপনার কল বা মেসেজ গোপনে অন্য কেউ শুনছে এবং দেখছে।

কল ফরওয়ার্ডিংয়ে কী হয়
কল ফরওয়ার্ডিংয়ের সময় আপনি যখন নেটওয়ার্ক জোনে থাকেন না বা ফোন রিসিভ করেন না, তখন আপনার কল অন্য নম্বরে ফরওয়ার্ড হয়ে যায়। এরপর যে ব্যক্তি এই কল রিসিভ করে সে আপনার ব্যক্তিগত কথোপকথন শুনতে পারে। একইভাবে কলের মতো মেসেজও অন্য নম্বরে ফরোয়ার্ড করা হয়। এক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে বন্ধ করে দেওয়া।
বন্ধ করবেন যেভাবে
যদি আপনার কোনো কল বা মেসেজ ফরোয়ার্ড করা হয় আর আপনি এটি বন্ধ করতে চান, তবে আপনাকে #002# নম্বর ডায়াল করতে হবে। এরপর একটি পপআপ আসবে যেখানে লেখা থাকবে আপনার সমস্ত ফরোয়ার্ড করা কল বা মেসেজ বন্ধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট
error: Content is protected !!