বিমানের যাত্রীসেবা উন্নত ও নতুন রুট চালু করা হবে: মুহাম্মদ ফারুক খান (মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়)
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১৫ জানুয়ারি ২০২৪।
রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার মান আরও উন্নত করা এবং নতুন-নতুন লাভজনক গন্তব্যে ফ্লাইট চালুর বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
তিনি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশেরকে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমার কাজ হবে আমার অতীতের অভিজ্ঞতার আলোকে এই উন্নয়ন কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা ও লাগেজ হ্যান্ডেলিংয়ের মান আরো উন্নত করা এবং নতুন নতুন লাভজনক গন্তব্যে বিমানের রুট চালু করা।”
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার ১৪ জানুয়ারি দুপুরে প্রথম সচিবালয়ের কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারুক খান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।