রাজনীতি ঠিকানা হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের।
ডেস্ক নিউজ আদালত বার্তা :১মে ২০২৩।
ঠিকানা হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের
প্রথমবারের মতো অফিস পাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৩ জুন এ কার্যালয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় না থাকায় বিভিন্ন সভা-সমাবেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নেতারা। অবশেষে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক জেলার।
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জানিয়েছেন, তেজগাঁওয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনেই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় করে দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ জুন বিকেল ৪টায় উপস্থিত থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ভবন একইসাথে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন শেখ হাসিনা। সে সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাও দেবেন তিনি।