২১মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা :২০ মে ২০২৩।
২১মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আগামীকাল ২১/৫/২০২৩ ইং তারিখ সকাল ৯:৩০ টায় ৩২ ধানমন্ডিস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একই দিনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বিকেল ৪:০০ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে একটি আলোচনা সভারও আয়োজন করেছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত আহবায়ক সিনিয়র অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুন। সকল আইনজীবী বন্ধুদের অনুষ্ঠান দুটিতে উপস্থিত থাকার জন্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুরোধ জানিয়েছেন।