1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির। দুর্নীতির অভিযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার সরকারি প্রটোকলে বড় পরিবর্তন: উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে, যেভাবে টাকা আয় করবেন নিজের পারসোনালিটি নিজেকে ধরে রাখতে হবে তার জন্য দুইটা জিনিস মনে রাখবেন একটা মাএ সন্তান, খুব যত্ন করে বড় করেছি —কক্সবাজারে নিখোঁজ  অরিএর  বাবা।  ফেসবুকে মনিটাইজেশন চালু করবেন কীভাবে, জানুন ধাপে ধাপে। মধ্যবিত্তদের জীবন চক্র আত্মত্যাগে গড়া এক অদৃশ্য যুদ্ধ! জীবন একটি চলমান যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় টিকে থাকার জন্য কেন HSC শেষে বিদেশে উচ্চশিক্ষা শুরু করা উচিত? 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

সরকারই নির্বাচনের দায়িত্ব পালন করবে, শেখ হাসিনা তার প্রধান থাকবেন’——-তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৭জুন ২০২৩।

‘সরকারই নির্বাচনের দায়িত্ব পালন করবে, শেখ হাসিনা তার প্রধান থাকবেন’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বর্তমান সরকারই আগামী নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে, শেখ হাসিনা সেই সরকারের প্রধান থাকবেন।
বুধবার (৭ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে যা বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য বলে উল্লেখ করেন এবং বলেন, তার এই বক্তব্য নিয়ে আমাদের দলের মধ্যে, সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি।
তথ্যমন্ত্রী আরও বলেন, এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বক্তব্য। তার সঙ্গে যোগাযোগ করা হয়ছে তিনি বলেছেন, তিনি কথাটি ঠিক সেভাবে বলেননি।
ড. হাছান মাহমুদ বলেন, অতীত আলোচনা ফলাফল জানা আছে তাই নির্বাচন নিয়ে বিএনপির কোনো বক্তব্য থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারে।
তথ্যমন্ত্রী আরও বলেন, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপানসহ অন্যান্য গণতান্ত্রীক দেশে যেভাবে নির্বাচন হয় সে ভাবেই হবে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আসলে নির্বাচন চায় না। তারা ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে ৫০০ ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত, এবার আর তাদের পক্ষে নির্বাচন প্রতিহত করা সম্ভব হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট