1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়। এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ। ছাত্রজীবনে আয় করার সহজ ১০টি উপায়নি জাতীয় ফল কাঠালে যে সমস্ত পুষ্টিগুণ  এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে সকাল সাড়ে ৮টায় বার বার পড়ে যে দাড়াতে জানে জয তারই হয়। বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া, দেওয়া হবে জমি ও বিদ্যুৎ-সুবিধা চীনের এআই দৌড়ে Zhipu AI-এর উত্থান: ডিপসিক নয়, নতুন হুমকি দেখছে ওপেনএআই এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চরম দুঃসংবাদ, বাতিল হচ্ছে এই প্রথাও!

সবার জন্য বাধ্যতামূলক অনলাইন রিটার্ন আগামী বছর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

সবার জন্য বাধ্যতামূলক অনলাইন রিটার্ন আগামী বছর
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। সে লক্ষ্যে এনবিআর কাজ করছে বলেও জানান তিনি।

রোববার রাজধানীর রাজস্ব ভবনে ইমপোর্ট-এক্সপোর্ট হাব এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময়, দেশের ৯টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ দেয় এনবিআর।

আমদানি-রপ্তানি বাণিজ্যে সনাতনী ব্যবস্থার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রে বেড়েছে শুল্ক ফাঁকি। এমন পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা।

রাজস্ব আদায় সহজ করা, কার্যক্ষমতা বাড়ানো ও ভোগান্তি কমাতে এক্সপোর্ট-ইমপোর্ট হাব নামে একটি ওয়েবসাইট চালু করেছে এনবিআর। যার মাধ্যমে একদিকে আমদানি রপ্তানি সহজ হবে। অন্যদিকে স্বচ্ছতা বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে দীর্ঘ সময় লাগে। ফলে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চান না।

বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘অলরেডি আমরা কিছু পজিটিভ সাইন ইকোনোমিতে দেখতে পাচ্ছি। যেমন স্ট্যাটিসটিক্যালি যদি বলি কারণ অনেক সময় আমরা অনেকেই বলি দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কিছু সমস্যা হয়েছে, এখানে এটা হয়েছে বা ওখানে ওই সমস্যা হয়েছে। আমরা স্ট্যাটিসটিক দেখি, আমরা যদি পিউর ডেটা দেখি, জুলাই থেকে ডিসেম্বর মাসে মোট এক্সপোর্টের নম্বরটা বেড়েছে ১৩ পারসেন্ট।’

এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, পুরোনো ব্যবসায়ীরা দেশের বন্দরগুলোতে অনেক কিছু নিয়ন্ত্রণ করে। নতুন কাউকে সুযোগ দিতে চায় না বলেও অভিযোগ আছে। এসময় অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

আবদুর রহমান খান বলেন, ‘অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো শোনার জন্য একদিন সেমিনার করব। সমস্যাগুলো আমরা শুনব এবং এমনভাবে কাজ করব যাতে আগামী বছরের ১ জুলাই থেকে আমরা অনলাইন রিটার্নকে পুরোপুরি বাধ্যতামুলক করে দিতে পারি।’

অনুষ্ঠানে আমদানি-রপ্তানি ব্যবস্থা আরও সহজ করতে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) পদ্ধতির উদ্বোধন করা হয়। এসময় নয়টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ দেয় এনবিআর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট