
সাংবাদিকদের রাজনৈতিক দল বা নেতাদের ‘পোষা কুকুর’ বলে তুলনা করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৮ জানুয়ারি, ২০২৬
সাংবাদিকদের রাজনৈতিক দল বা নেতাদের ‘পোষা কুকুর’ বলে তুলনা করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (১৭ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সুজন আয়োজিত এক মতবিনিময় এমন তুলনা করেন।
সাংবাদিকদের পোষা কুকুরের সঙ্গে তুলনা দিয়ে বদিউল আলম মজুমদারের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকরা। পরে সাংবাদিকদের প্রতিবাদের মুখে তিনি তার বক্তব্য প্রত্যাহার করেন।
পরে বিক্ষুব্ধ সাংবাদিকদের বদিউল আলম মজুমদার তার মন্তব্য অনাকাঙ্ক্ষিত ছিল বলে জানান। তিনি বলেন, ‘আক্ষরিক অর্থে অতন্দ্র প্রহরী কিংবা ওয়াচডগের (অনুগত প্রহরী) সঙ্গে আমি এমন তুলনা করেছি