১০ ট্রাক অস্ত্র মামলার আসামি দীন মোহাম্মদ চিকিৎসাধীন অবস্হায় মৃত্য
ডেস্ক নিউজ, আদালত বার্তাঃ১৮ অক্টোবর ২০২২।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আসামি দ্বীন ইসলামের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার কুট্টপাড়ার নুরুল ইসলামের ছেলে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির আসামি মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এর আগে গত বছরের আগস্টে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। কারা সূত্রে জানা গেছে, দীন মোহাম্মদ চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। চিকিৎসার জন্য গত মাসে চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে গত ২৯ সেপ্টেম্বর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে মৃত্যূবরন করেন । দীন মোহাম্মদ অস্ত্র খালাসে শ্রমিক সরবরাহকারী হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীন মোহাম্মদের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার এসআই মাঈনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে না। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালত সাজা প্রদান করেন।