1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ নভেম্বর
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৭ অক্টোবর, ২০২৩

দেশের অধস্তন আদালতে প্রাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছে আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।

বার কাউন্সিলের চেয়ারম্যান জানান, সম্প্রতি বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৭ নভেম্বর এমসিকিউ পরীক্ষা এবং ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে বার কাউন্সিল থেকে নোটিশ জারি করা হবে। এবারের পরীক্ষায় প্রায় ৪০ হাজার আইন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলেও বার কাউন্সিল থেকে জানা গেছে।

মূলত তিন ধাপের নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট