কক্সবাজার রেলস্টেশনের ডিজাইনার বুয়েটিয়ান ফয়েজ উল্লাহ! কিন্তু কোথাও তা নিয়ে কোনো সাড়াশব্দ নেই!
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ১৬নভেম্বর ২০২৩।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১১ ২০২৩ ইং তারিখে
কক্সবাজারের আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন। এই আইকনিক রেলস্টেশনের নান্দনিক শিল্পমর্জিত সৌন্দর্যের কারিগর কে তাকে আমরা কখনো খবর নিয়েছি? আসুন তার সম্পর্কে আমরা একটু জানি
সম্প্রতি কক্সবাজারের রেলস্টেশনের নান্দনিক শিল্পমার্জিত সৌন্দর্য্যে সবাই অভিভূত, তবে এই ডিজাইন কোনো বিদেশি শিল্পী দিয়ে করা নয়। বরং, বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ফয়েজ উল্লাহ এই নান্দনিকতার কারিগর।
২০০৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন Volumezero Limited, যার মূল কাজ বিভিন্ন আর্কিটেক্ট নিয়ে কাজ করা। বসুন্ধরা সিটি বা গ্রামীণ ফোনের হেড কোয়ার্টারের আর্কিটেচার ও তারই আরও দুইটি অনবদ্য সৃষ্টি।
মোহাম্মদ ফয়েজ উল্লাহ বুয়েট থেকে ব্যাচেলর অভ আর্কিটেকচার এবং মাস্টার্স অভ আর্কিটেকচার করেন নব্বই এর দশকে। অতঃপর ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত বুয়েটের শিক্ষক হিসেবেও কাজ করেন। আর্কিটেকচারাল কাজের জন্য দ্যা অ্যামেরিকান ইনস্টিটিউট অভ আর্কিটেকচার (AIA) থেকেও সনদ অর্জন করেন তিনি।তিনি সাফল্যের সাথে একের পর এক কাজ করে যাচ্ছেন।