বিরল সূর্যগ্রহণে দিনের আলো ঢেকে যাবে গভীর ছায়ায়
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৪ জুলাই ২০২৫
চোখ রাখুন আকাশে, কারণ আসছে এক মহাজাগতিক বিস্ময়। ২০২৭ সালে ২ আগস্ট, দিনদুপুরে হঠাৎ করে অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর কিছু অংশ। বিরল এই পূর্ণ সূর্যগ্রহণ দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আকাশে এক রোমাঞ্চকর দৃশ্য রচনা করবে। চাঁদ যখন সূর্যের সামনে এসে দাঁড়াবে, তখন দিনের আলো ঢেকে যাবে গভীর ছায়ায়। খবর গালফ ন
এ এক দৃশ্য, যা দেখা যায় শতাব্দীতে মাত্র একবার। কীভাবে, কোথায়, কখন দেখা যাবে এই বিরল গ্রহণ তা জানতেই হলে চোখ রাখুন বিস্তারিত প্রতিবেদনে।
বাংলাদেশ, ভারত থেকে গ্রহণটি দেখা যাবে না। তবে সংযুক্ত আরব আমিরাতে গ্রহণটি পুরোপুরি দেখা না গেলেও আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ থাকছে। দুবাইয়ে দুপুর ২টা ৪৩ মিনিট নাগাদ চাঁদ সূর্যের প্রায় ৫৩ শতাংশ ঢেকে দেবে।
এই উপলক্ষে দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপ আয়োজন করেছে জনসাধারণের জন্য পর্যবেক্ষণ ইভেন্ট। সেখানে থাকবে সোলার টেলিস্কোপ, সব বয়সীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম এবং অভিজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীদের সরাসরি ব্যাখ্যা।
যারা পূর্ণ গ্রহণ দেখতে চান, তাদের জন্য স্পেন, মরক্কো, মিশর ও সৌদি আরব থেকে লাইভ সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
এবারের গ্রহণকে বিশেষ করে তুলেছে এর স্থায়িত্ব। মিশরের লুক্সরে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে সূর্য পুরোপুরি ঢেকে যাবে, যা এই শতকের স্থলভাগে সবচেয়ে দীর্ঘ সময়ের গ্রহণ।
স্পেন, মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার মতো দেশে এটি পূর্ণ সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। জেদ্দা, লুক্সর ও বেনগাজির মতো শহরগুলো থাকবে গ্রহণপথে।
সূর্যগ্রহণ দেখা যতই রোমাঞ্চকর হোক, নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
খালি চোখে বা সাধারণ সানগ্লাস পরে কখনোই সূর্যের দিকে তাকানো যাবে না।
ISO 12312-2 সনদপ্রাপ্ত সোলার ভিউয়ার ব্যবহার বাধ্যতামূলক।
টেলিস্কোপ, ক্যামেরা বা দূরবীনের সঙ্গে সোলার ফিল্টার ব্যবহার করতে হবে।
পিনহোল প্রজেক্টরের মতো নিরাপদ বিকল্প ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।
বিশ্বজুড়ে বছরে ২ থেকে ৫ বার সূর্যগ্রহণ হয় ঠিকই, কিন্তু একটি নির্দিষ্ট স্থানে পূর্ণ গ্রহণ দেখা যায় বহু দশক পরপর। আমিরাতে সর্বশেষ আংশিক গ্রহণ দেখা গিয়েছিল ২০২২ সালের অক্টোবর মাসে। এরপর এই ২০২৭ সালের গ্রহণ। তবে পূর্ণ সূর্যগ্রহণ এখানে দেখা যাবে ২০৮১ সালের ৩ সেপ্টেম্বর।