হাইকোর্টে বিচার চলাকালে প্রাণ গেল আইনজীবীর
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ আগস্ট, ২০২৫,
আইনজীবী মোহাম্মদ নুরুল আমিন মিয়া।
হাইকোর্টে এক মামলার শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী মোহাম্মদ নুরুল আমিন মিয়া। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ২৫ নম্বর বেঞ্চে এ ঘটনা ঘটে। আইনজীবী সরদার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, মামলার শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুরুল আমিন। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নুরুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারকাজ দুপুরের পর স্থগিত রাখা হয়। মোহাম্মদ নুরুল আমিন মিয়া ১৯৯৫ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সনদ পান এবং ২০০১ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।