1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুরান ঢাকার বড় কাটরা  ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির। দুর্নীতির অভিযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার সরকারি প্রটোকলে বড় পরিবর্তন: উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে, যেভাবে টাকা আয় করবেন নিজের পারসোনালিটি নিজেকে ধরে রাখতে হবে তার জন্য দুইটা জিনিস মনে রাখবেন একটা মাএ সন্তান, খুব যত্ন করে বড় করেছি —কক্সবাজারে নিখোঁজ  অরিএর  বাবা।  ফেসবুকে মনিটাইজেশন চালু করবেন কীভাবে, জানুন ধাপে ধাপে। মধ্যবিত্তদের জীবন চক্র আত্মত্যাগে গড়া এক অদৃশ্য যুদ্ধ! জীবন একটি চলমান যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত লড়াই করতে হয় টিকে থাকার জন্য

সরকারি প্রটোকলে বড় পরিবর্তন: উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সরকারি প্রটোকলে বড় পরিবর্তন: উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

প্রকাশিত: ২১:২৩, ১০ জুলাই ২০২৫; আপডেট: ২

সরকারি প্রটোকলে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের বিতর্কিত ও অস্বাভাবিক বিধান বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধনের যে নির্দেশনা ছিল, তার ধারাবাহিকতায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও একই সম্বোধন চালু ছিল। এই নির্দেশনা এবার আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে মর্যাদাভিত্তিক, লিঙ্গ-নিরপেক্ষ সম্বোধন নিশ্চিত করতে হবে। তাঁরা মনে করেন, ‘স্যার’ সম্বোধনের মতো বিভ্রান্তিকর রীতির আর কোনো স্থান প্রশাসনে থাকবে না।

সভায় সিদ্ধান্ত হয়, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য সম্ভাষণবিধি ও প্রটোকল নির্দেশনা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির নেতৃত্বে থাকবেন জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তারা আগামী এক মাসের মধ্যে প্রটোকলবিধি বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন ও সুপারিশ উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের কাছে।

উল্লেখ্য, প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এক নির্দেশনার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধনের বাধ্যবাধকতা ছিল। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও একই সম্বোধন চালু হয়, যা প্রশাসনিক বাস্তবতায় নানা প্রশ্নের জন্ম দেয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট