
পুরনো সিম কার্ড ফেলে দেওয়ার আগে অবশ্যই করুন এই কাজগুলো
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২২ নভেম্বর ২০২৫
পুরনো সিম কার্ড ফেলে দেওয়ার আগে অবশ্যই করুন এই কাজগুলো
অনেকেই নতুন সিমে স্যুইচ করার পর পুরনো নম্বরটিকে গুরুত্ব দেন না। মনে করেন সিমটি আর কাজে লাগবে না। কিন্তু নিয়ম অনুযায়ী, নিষ্ক্রিয় নম্বরগুলো প্রায় ৯০ দিন পর টেলিকম কোম্পানি নতুন ব্যবহারকারীর হাতে তুলে দেয়। আর এখানেই তৈরি হয় বড় ধরনের সাইবার ঝুঁকি।
কেন বিপদ?
আপনার পুরনো নম্বরটি যদি ব্যাংক, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ–এর মতো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকে, তাহলে নতুন গ্রাহক সেই নম্বরে আসা OTP বা রিকভারি কোড পেয়ে সহজেই আপনার ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। এতে ব্যাংকিং ডেটা, ব্যক্তিগত ছবি বা মেসেজ, এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও হ্যাক হওয়ার ঝুঁকি থাকে।
নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যা করবেন
১. সব অ্যাকাউন্টে নতুন নম্বর আপডেট করুন – ব্যাংক, মোবাইল ব্যাংকিং অ্যাপ, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স—যেখানে যেখানে নম্বর যুক্ত আছে, সবখানে নতুন নম্বর যোগ করুন।
২. ব্যাংক ও ওয়ালেট অ্যাপ থেকে লগ আউট করুন – যেখানেই সম্ভব পুরনো নম্বরটি রিমুভ করে দিন।
৩. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন – জিমেইল, অ্যামাজন, সোশ্যাল মিডিয়া, ব্যাংক অ্যাপ—সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে 2FA সক্রিয় করুন।
পুরনো সিম কার্ড ফেলার আগে যা অবশ্যই করবেন
– সিমটি নষ্ট করার আগে নম্বরটি সম্পূর্ণরূপে ডিঅ্যাকটিভেট করুন।
– যেসব ডিভাইসে সিম ব্যবহার করেছেন সেগুলো থেকে পুরনো নম্বর রিমুভ করে লগ আউট করুন।
– প্রয়োজনে ফোনটি ফ্যাক্টরি রিসেট দিন।
– শুধু সিম খুলে ফেললেই নিরাপদ হওয়া যায় না; সব অ্যাকাউন্ট থেকে নম্বর আনলিঙ্ক করতেই হবে।
কেন সতর্কতা জরুরি?
একটি সাধারণ ভুল—পুরনো নম্বর আপডেট না করা—সাইবার অপরাধীদের হাতে আপনার ব্যক্তিগত তথ্য তুলে দিতে পারে। তাই নম্বর পরিবর্তন করলেই সঙ্গে সঙ্গে সব ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য আপডেট করা অত্যন্ত জরুরি