1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড পিআর নির্বাচন পদ্ধতি কী? প্রচলিত ব্যবস্থার সঙ্গে পার্থক্য কোথায়। এইচএসসি: পরীক্ষার হলে যে কৌশলে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ভালো করা সম্ভব দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ। ছাত্রজীবনে আয় করার সহজ ১০টি উপায়নি জাতীয় ফল কাঠালে যে সমস্ত পুষ্টিগুণ  এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে সকাল সাড়ে ৮টায় বার বার পড়ে যে দাড়াতে জানে জয তারই হয়। বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া, দেওয়া হবে জমি ও বিদ্যুৎ-সুবিধা চীনের এআই দৌড়ে Zhipu AI-এর উত্থান: ডিপসিক নয়, নতুন হুমকি দেখছে ওপেনএআই

মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা : অভিনেত্রী জয়া আহসান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে
  • মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা : অভিনেত্রী জয়া আহসান
    ডেস্ক রিপোর্ট,আদালত বার্তা :১৯ মার্চ ২০২৩।
    দেশের আ’লোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি নয় মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের দোয়ার জন্যই স্বামীকে নিয়ে ওম’রাহ পালন করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ওম’রাহ করে দেশে ফেরার পর বিমানবন্দরেই পড়লেন আইনি বিপাকে। ডিজিটাল নিরাপত্তা আইনে পু’লিশের দায়ের করা মা’মলায় গ্রে’ফতার হয়েছেন তিনি। পাঠানো হল কারাগারে।

এদিকে মাহির এই গ্রে’প্তারে প্রতিবাদী হয়ে উঠেছেন অনেকেই। কথা বলছেন ডিজিটাল নিরাপত্ত্বা আইনের বাতিল নিয়েও। মাহিয়া মাহি ইস্যুতে এবার কথা বললেন দুই বাংলার অ’ভিনেত্রী জয়া আহসানও। পু’লিশকে উদ্দেশ্য করে তিনি বললেন, মনে রাখা দরকার, মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা।

জয়া ফেসবুকে লিখেছেন, ‘অ’ভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেফতার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পু’লিশ তাকে রি’মান্ডে আনার আবেদন করলেও আ’দালত তা মঞ্জুর করেননি।

মাহি জনপ্রিয় অ’ভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অ’ভিযোগের ত’দন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।’

এদিকে গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানান জয়া। তিনি বলেন, ‘রি’মান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আ’দালতকে ধন্যবাদ জানাই। পু’লিশের কর্মক’র্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শি’শুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট