ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকলো না , ড. তাহের হত্যা মামলায় জাহাঙ্গীরের ফাঁসি স্থগিতের আপিল খারিজ।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২৬ জুলাই ২০২৩।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিহত ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এই মামলার আসামিদের ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।