1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশকে ‘নতুন বার্তা’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর! - আদালত বার্তা
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান সীমান্তে রেড অ্যালার্ট জারি। বাংলাদেশ জাতীয় লীগ ৫৬ বছর পর মিলছে ইসির নিবন্ধন, ফিরে পেতে চায় লাঙ্গল প্রতীক জিটিওকে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে। মানবতার মর্ম এক, ধর্ম হোক ভালোবাসার, বিভাজনের নয়। উৎসব হোক একতার, বৈরিতার নয়। সুখবর দিল ফেসবুক মাত্র একটি শর্ত মানলে নতুনরাও পাবেন মনিটাইজেশন হাসিনার সাথে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুটি অ্যাপ মেট্রোরেলের র‍্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবেন যাত্রীরা। ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ঢাকা ফেসবুকের নতুন আপডেটে মাত্র ২টি শর্ত পূরণ করলেই পাবেন কনটেন্ট মনিটাইজেশন মোবাইল নেটওয়ার্কের ঝামেলা শেষ! ওয়াইফাই দিয়েই সিমে কল সম্ভব

বাংলাদেশকে ‘নতুন বার্তা’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ‘নতুন বার্তা’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর!
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৪ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশকে ‘নতুন বার্তা’ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর!
এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত
গত ৫ আগস্টের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। দুই দেশের পক্ষ থেকেই সুর চড়ানো হয়েছে পরস্পরের বিরুদ্ধে। সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে ভারতকে দোষারোপ করে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এস জয়শঙ্কর বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন, আপনি প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইবেন, তা হতে পারে না।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করে। কিন্তু আপনি প্রতিবেদনগুলো যদি দেখেন, অভিযোগগুলো একবারেই হাস্যকর। একদিকে আপনি সুসম্পর্ক চাইবেন, আবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের সমস্যার জন্য ভারতকে দোষারোপ করবেন, তা হতে পারে না। বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে দুটি সমস্যার কথা তুলে ধরেন তিনি। বলেন- তার একটি হচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন আরেকটি হচ্ছে রাজনীতি।
এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা সত্যিকার অর্থেই আমাদের উদ্বিগ্ন করে। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের কথা বলতেই হবে এবং আমরা তা করছি।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে। কিন্তু দিনশেষে দুটি দেশই প্রতিবেশী। বাংলাদেশকেই মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়।

জয়শঙ্কর বলেন, তাদের (বাংলাদেশের) সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটি বিশেষ ধরনের। আর এই সম্পর্কের শিকড় ১৯৭১ সালে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে নয়া দিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করতে পারে না ঢাকা। ভারতের জন্য প্রতিকূল এমন বার্তা বা সংকেত অবশ্যই দেখতে চায় না নয়া দিল্লি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট