কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের পক্ষ থেকে সবার জন্য মঙ্গল কামনা করে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
এডভোকেট পুলক হালদার,রিপোর্টার, আদালত বার্তাঃ৫ এপ্রিল ২০২৪।
কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের উদ্যোগে আজ তারানগর ইউনিয়নের ছোট ভাওয়ালে সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক এর বাসায় সবার মঙ্গল কামনা করে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হক বলেন মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন পবিত্র এই রমজান মাসে বিশেষ একটি দিন দিয়ে। সেই দিনটি আমাদের জন্য হাজার বছরের এবাদতের সমান বলে গণ্য করে সেই দিনটিকে প্রদান করেছেন। রমজান মাসের ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ এই দিনগুলো মধ্যে যেকোনো একটি দিন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর বা হাজার বছরের রজনীর সমান ইবাদতের সমতুল্য দিন হিসাবে গণ্য করা হয়েছে। তেমনিভাবে আজকে রমজান
মাসের ২৫ রোজা সেই হিসাবে এই দিনটির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবার মঙ্গল কামনা করে এবং মহান সৃষ্টিকর্তা যাতে সকলের প্রতি নাজাত থেকে মুক্তি প্রদানের মাধ্যমে রহমত বর্ষিত করেন সেই কথাটি বলেন এবং সবাই যাতে একত্রিত হয়ে এলাকা, সমাজ এবং রাষ্ট্রের আপামর জনতার অধিকারের ব্যাপারে এবং অধিকারের প্রতিষ্ঠার ব্যাপারে সবাই সক্রিয় হই এবং সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তু নিষ্ঠুর এবং তথ্যভিত্তিক সংবাদ যেন আমরা সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করে তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হই। বড় মনোহরিয়া জামে মসজিদের পেশ ইমাম সবার জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করেন। মোনাজাত শেষে ইফতার মাহফিলের সবাই অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সকল নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ছোট ভাওয়াল এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।