1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
জীবনবোধ নিয়ে তানভীন সুইটি যা বলেন - আদালত বার্তা
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জামিন হওয়ার পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করনীয়  এমপি-মন্ত্রীরা পালাননি, প্রমাণ ১২০ জনের গ্রেপ্তার উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি; জনমনে আতঙ্ক মেট্রোরেল ১ ও ৫ উত্তর লাইনের কাজ দ্রুত শুরু করতে জাইকার আহ্বান মুঘল আমলে ঢাকার প্রবেশদ্বারে নির্মত দুর্গের ইতিহাস দেশের সব আদালতের অনলাইন কার্যতালিকা নিয়মিত হালনাগাদের নির্দেশ। মামলা চলাকালীন আপোষ-মীমাংসা করার আইনি প্রক্রিয়া ইসিকে পত্রিকা ও অনলাইন প্রতিনিধিরা গোপন নির্দেশনা নয়, নজরদারি ও সাইবার সক্ষমতা বাড়ানোর পরামর্শ  জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়।

জীবনবোধ নিয়ে তানভীন সুইটি যা বলেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১০০৯ বার পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ২১ অক্টোবর ২০২২

বর্তমানে সোশাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হিসাবে পরিচিত তানভীন সুইটি। তিনি অভিনয়ে মাধ্যমে  সবার মন জয় করে সবার হৃদয়েস্থান করে নিয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হিসাবে রাজনৈতিক অঙ্গনেও জনপ্রিয় ও ব্যস্ততম একজন হিসেবে পরিচিত।এত ব্যস্ততার মাঝে ও জীবনবোধ নিয়ে তার বাস্তব সম্মত চিন্তা সত্যিই মানবকুলে যারা জীবন নিয়ে একটু চিন্তা করেন তার দেওয়া তার ফেইসবুক ভেরিফাইড পেইজের পোস্ট থেকে জীবনবোধের বাস্তবতা  সম্পর্কে  জানা  যায়।তার দেওয়া ফেইসবুক পোস্টটি তুলে ধরা হলো

 

 

“জীবনের একটা মূহুর্তও নষ্ট করা যাবে না। যেই সময়, যেই বয়স চলে যায়,সেটা আর কোনদিন ফিরে আসে না। মানুষ পৃথিবীতে আসে ছোট অবুঝ শিশু হয়ে, ফিরে যায় অবুঝ শিশুর মতো হয়েই।

কারো জন্য কখনো জীবন থেমে থাকে না।
জীবন নিজের গতিতে চলে। আজ আপনি এই পৃথিবী থেকে চলে যান, ১/২ মাস সবাই মনে রাখবে; পরে আর আপনাকে মনে রাখার মতো সময় কারো নেই। যান্ত্রিক জীবনে বাঁচার তাগিদে মানুষ অবিরাম ছুটতে থাকে।

বেঁচে থাকাকালীন সময়টা আপনি কিভাবে কাটালেন এবং মানুষের জন্য কি করে গেলেন সেটাই মূলত দেখার মুখ্য বিষয়। জীবদ্দশায় আপনি এমন কিছু করে যান যাতে করে আপনাকে মানুষ মনে রাখবে।
যেনো আপনার শারিরীক মৃত্যু হলেও মানুষের মনে চিরজাগরুক থাকেন।আমাদের চারপাশে কতো অদ্ভূত মানুষ থাকে, যারা শুধু নিজস্বার্থ ছাড়া,আপনার সাথে সম্পর্ক রাখবে না,এদের জন্য কি আপনি কিছু করবেন?
নাকি সত্যিকার অর্থে যাদের প্রয়োজন তাদের জন্য কিছু করবেন। অকৃতজ্ঞ মানুষদের জন্য কখনো কিছু করবেন না, এরা সামনে মধুর মতো ব্যবহার করে, পেছনে ছুরি মারে।

বয়সের সাথে সাথে মানুষের পরিবর্তন ঘটে একজন মানুষের, আবার অনেকের পরিবর্তন হয় না, এরা ছুটে চলে শুধু টাকার পেছনে, মনে হয় এদের দেখে আল্লাহ্ মনে হয় দুনিয়া থেকে কখনো তুলে নেবেন না,এই ধরনের মানুষদের লজ্জা শরম কিছু নেই। সবচাইতে বড় কথা পৃথিবীতে বেঁচে থাকার সময়টা কে সুন্দর এবং সুস্থভাবে আপনি পরিচালিত করেন এবং আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। সবাই অন্তত প্রতিদিন একটি ভালো কাজ করার চেষ্টা করুন, ভালো থাকুন সুস্থ থাকুন।।
আপনার কর্মগুণই আপনাকে মানুষের মনে হাজার বছর বাঁচিয়ে রাখতে পারে।

তানভীন সুইটি….”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট