 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক আদালত বার্তা : জানুয়ারি ১৮, ২০২৫
সুপ্রিম কোর্টের সামনে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
বিচারপতি হুজ্জাত আল-ইসলাম রেজিনি ও হোজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। 
ইরানের সুপ্রিম কোর্টের (সর্বোচ্চ আদালত) সামনে বন্দুকধারীর গুলিতে ২ প্রবীণ বিচারপতি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে তেহরানে সুপ্রিম কোর্টের সামনের ব্যস্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা।
নিহতরা হলেন, বিচারপতি হুজ্জাত আল-ইসলাম রেজিনি এবং বিচারপতি হুজ্জাত আল-ইসলাম মুসলিমিন মোগিশেহ। উভয়েই তেহরানের বিভিন্ন বিচারিক শাখার দায়িত্বে ছিলেন।
এদিকে এক বিবৃতিতে এই হামলাকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছে ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার। বিবৃতিতে নিহত বিচারপতি দ্বয়ের ‘জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া বিপ্লবী বিচারক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিচার বিভাগের মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, নিহত ২ বিচারপতি রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ হামলাকে বিচার বিভাগীয় সিস্টেমের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীর কোনো মামলার বিচার এই দুই বিচারপতির আদালতে ছিল না এবং তিনি তাদের শাখার কোনো মক্কেলও ছিলেন না।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পরপরই বন্দুকধারী নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
এদিকে এ হামলার ঘটনায় আরও একজন বিচারক এবং একজন দেহরক্ষী আহত হয়েছেন বলে মেহের নিউজের প্রতিবেদনে জানা গেছে। আহত বিচারক এবং তার দেহরক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।